তোর জন্য
- আবু নাছের জুয়েল
আমি শূন্য দেহে হন্য হয়ে
খুঁজি শুধুতোরে,
আমি ক্লান্তদেহে কষ্ট নিয়ে
ভালোবেসে যাই তোরে৷
আমি কান্না হয়ে রোজ ঝড়ে যাই
বৃষ্টির রূপ নিয়ে৷
আভিমানে আজ মন কালো হয়
মেঘের ছায়া দিয়ে৷
দূর দেশের ওই বলু চরে
তোর সুখেরো নীড়
সেথায় আমি আসবো হয়ে
বাদলা হাওয়ার ভীড়৷
সব ছেড়ে আজ সুখি আমি
তোর বীহনে স্বপ্ন আঁকি
তোর সুখেতে সুখি আমি
দুখের দিনেৱ দিলাম ছুটি৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।